কড়চা ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার প্রতিবাদে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু মোঃ তায়েবুর রহমান টিপু, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, যুগ্ম সম্পাদক মোঃ আতোয়ার রহমান, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, প্রচার সম্পাদক মশিউর রহমান রশীদ, পয়লা ইউপি চেয়ারম্যান হারুন আর রশীদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি, জেলা যুবলীগের সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম প্রমুখ।
প্রসংগত, পয়লা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মীর কালাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডি থেকে গত ১০ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেন। ওই দিন রাতে পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউল প্রধান বাদী হয়ে ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই লিখিত অভিযোগের ভিত্তিতে মীর কালামের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঘিওর থানার তদন্ত কর্মকর্তা মোঃ মহাব্বত হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জোর তৎপরতা চালানো হচ্ছে।
কড়চা/ বি সি