বর্ণমালার ছড়া
শিপ্রা সরকার
চলো সকল বন্ধু মিলে
অমির বাড়ি যাই,
অমির বাড়ি যেয়ে মোরা
আম আতা খাই।
ইলিশ ভাজা খেতে মজা
গরম গরম ভাতে,
ঈদের খুশীর চাঁদ খানি ঐ
হাসছে আকাশেতে।
উট বলে ভাই আমি হলাম
মরুভুমির জাহাজ,
ঊর্মিগুলো দুলছে যেন
নদীর বুকে আজ।
ঋষি বসে আছে দেখ
অশ্বত্থ গাছের তলে,
একতারা হাতে দুরের বাউল
গাইছে প্রান খুলে।
ঐশী বন্ধুর জন্মদিনে
ওমর ,ওর্নি খুশি,
ঔশিগ ভাইয়ের মুখেও তাই
বাঁকাঁ চাঁদের হাসি।
Facebook Comments Box