কড়চা রিপোর্টঃ মানবতার ডাকে একে অন্যের বিপদে সাড়া দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল। একজন অসুস্থ হলে, নিয়ম-কানুন মেনে তাঁকে সুস্থ করে তুলতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলকদিয়া চর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এইদেশে আওয়ামী লীগ জোড় করে ক্ষমতায় আছে। কোন ভোট হয় নাই ২০১৮ সালে। ভোটের আগের রাতেই ভোট ছিনতাই করে নেওয়া হয়েছে। এখনও তারা যেসব কথা-বার্তা বলছেন তা আগুনে, পানিতে-কোথায়ও জায়গা নেই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগতো এখন একটি ফলবান গাছ। তিনবার ধরে ক্ষমতায় আছে। ফলে, তাদের এমন অবস্থা হয়েছে যে, ফলের মধ্য থেকে পাপিয়া আসে। ফলের মধ্য থেকে শাহেদ আসে, সাবরিনা আসে। ফলের মধ্য থেকে শেখ হাসিনার বেয়াই, দলের লোকজন আসে। হাজার হাজার কোটি টাকা চুরি করে ধরা পড়ে।
তিনি আরও বলেন, গাছ যত বড় হয়, মাথা নত হয়, নীচু হয়। যেসব গাছে ফল বেশি, সেসব গাছের মাথাই নীচু বেশি। বিনীত হয়, বিনয়ী হয়, ভদ্র হয়। কিন্তু আওয়ামী লীগ নামের গাছটির মাথা হচ্ছে উদ্ধত, দৈত্যের মতো। যা খুশি, যা মন চায়- বেগম খালেদা জিয়াকে বলতে থাকে। যা মন চায়, তাই বলতে থাকে। মিথ্যা সব কথাবার্তা- বিএনপি’র ওপর দোষ চাপানোর চেষ্টা করে। এতে যেন কেউ বিভ্রান্ত না হই।’
বিএনপি জাতীয় ত্রাণ কমিটির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপি’র ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলা বিএনপির আহ্বায়ক জামিলুর রশিদ খান, সদস্য-সচিব এস এস জিন্নাহ কবীর, যুগ্ম-আহ্বায়ক মাকসুদুর রহমান মুকুল, মোতালেব হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোস্তাক হোসেন দীপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।