মাসুম বাদশাহ : মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা ও পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল কালাম শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন। পুলিশ সুপার রিফাত রহমান শামীম তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
সোমবার (১২ জুলাই) সকাল ১০ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আইনশৃঙ্খলা মূল্যায়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্ল্যা ও পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল কালামকে থানার সার্বিক আইন-শৃঙ্খলা ও অভিন্ন মানদন্ডের আলোকে জুন ২০২১ মাসের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা,শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহা. রেজাউল হকসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগন।
কড়চা/ এম বি