কড়চা রিপোর্ট : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা আর আলোচনা সভার মধ্যে দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বুধবার (২৩ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে শহীদ রফিক সড়কে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, দপ্তর সম্পাদক এহতাশাম হোসেন ভুনু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জী, বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান প্রমুখ।
কড়চা/ বি সি