মানিকগঞ্জে আনসার সদস্য খুন, সহকর্মী গ্রেপ্তার

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কুদ্দুস মিয়া (৪৫) নামের এক আনসার ও ভিডিপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলা আনসার ও ভিডিপি’র কার্যালয়ের সামনে থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরেক আনসার সদস্য শাহিনুর ইসলামকে (২৭) পুলিশ আটক করেছে।

নিহত আব্দুল কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার হাতকড়া এলাকায়। তিনি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত ছিলেন।

আটককৃত শাহিনুর ইসলাম উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঘিওরের পয়লা ইউনিয়নের বাইলজুরী গ্রামে।

ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, সকাল ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাৎক্ষণিক বিভিন্ন আলামত সংগ্রহ করে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে অপর আনসার সদস্য মো. শাহিনকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, শাহিন ও কুদ্দুসের মধ্যে মাঝে মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়া হতো। এরই জের ধরে শাহিন বটি দিয়ে কুদ্দুসকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে হত্যার বিষয়ে শাহিন সব স্বীকার করেছে জানিয়ে ওসি বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এদিকে ঘিওর থানা-পুলিশের একটি সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে আনসার ও ভিডিপি সদস্য নিয়োগে উৎকোচের টাকা ভাগাভাগি নিয়ে আনসার সদস্য কুদ্দুস ও শাহিনুরের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে কুদ্দুসকে ধারালো কোনো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হতে পারে।

জেলা আনসার ও ভিডিপি কমান্ডার এফতেখারুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। আটককৃত আনসার সদস্য কিছু তথ্য দিয়েছেন। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নূরজাহান লাবনী, জেলা পুলিশ ব্যুরে অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দিল এবং র‌্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন ।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ