মানিকগঞ্জে আরও ৬৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে ২৪ ঘন্টায় ২৭৫ টি নমুনা পরীক্ষায় ৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার শতকরা ২৪ ভাগ। এসময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। রবিবার (১১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জে সদরে ২৩ জন, হরিরামপুরে ১২ জন, শিবালয়ে ১১ জন, সিংগাইরে নয় জন, ঘিওরে সাত জন, সাটুরিয়ায় তিন জন ও দৌলতপুর উপজেলায় একজন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। তার বাড়ি হরিরামপুর উপজেলায়। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৫৯।

তিনি আরও বলেন, জেলায় এপর্যন্ত ২৪ হাজার ৬৮৬ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার দুই জনের দেহে। এরমধ্যে দুই হাজার ৪১৪ জন সুস্থ হয়েছেন। বাকিরা হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় সারাদেশে ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। অবশ্য মানিকগঞ্জসহ আরও ৭টি জেলায় লকডাউন চলছে ২২ জুন থেকে।

কড়চা/ জেড এ বি

Facebook Comments Box
ভাগ