মানিকগঞ্জে আরও ৬৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

কড়চা রিপোর্ট : গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জে করোনায় মারা গেছেন দুইজন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ জন। ১৪৪ টি নমুনা পরীক্ষায় ৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার শতকরা ৪৬.৫২ ভাগ। বুধবার (৭ জুলাই) সন্ধ্যা ছয়টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা।

ডা. রফিকুন নাহার বন্যা বলেন, নতুন আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২১ জন, সিংগাইর উপজেলায় ৯ জন, ঘিওর উপজেলায় ৬ জন, হরিরামপুর উপজেলায় ১৬ জন, সাটুরিয়া উপজেলায় ৮ জন, শিবালয় উপজেলায় ৩ জন এবং দৌলতপুর উপজেলায় ৪ জন।

তিনি বলেন, জেলায় এপর্যন্ত ২৪ হাজার ১২১ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় দুই হাজার ৮৫৬ জনের দেহে। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২৪৬ জন, সিংগাইর উপজেলায় ৩৯২ জন, সাটুরিয়া উপজেলায় ৩১৯ জন, ঘিওর উপজেলায় ২৯৪ জন, শিবালয় উপজেলায় ২৬২ জন, হরিরামপুর উপজেলায় ২০৯ জন ও দৌলতপুর উপজেলায় ১২৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৩৯৯ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৫৫ জন।

পরিসংখ্যান অনুযায়ী জুন মাসে দুই হাজার ৩৭৯ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে ২৪৫ জনের দেহে। আর মে মাসে এক হাজার ৪১৬ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে ১০৯ জনের দেহে।

ক্রমেই আক্রান্তের সংখ্যা বাড়ছে জানিয়ে তিনি বলেন, ৬ জুলাই ১৫৯ টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে ৬০ জন। ৫ জুলাই ১৫৯ টি নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ৪ জুলাই ১৮৬ টি নমুনা পরীক্ষায় ৪৫ জন, ৩ জুলাই ১৪৪ টি নমুনা পরীক্ষায় ৩৭ জন এবং ১ জুলাই ১১৬ টি নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।

মানিকগঞ্জসহ সারাদেশেই করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। অবশ্য মানিকগঞ্জসহ আরও ৭ টি জেলায় লকডাউন চলছে ২২ জুন থেকে।

কড়চা/ জেড এ বি

Facebook Comments Box
ভাগ