মানিকগঞ্জে এটিএন নিউজের সাংবাদিকের মায়ের মৃত্যু

কড়চা রিপোর্ট : এটিএন নিউজের স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদের মা হাসিনা বেগম মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯ টা ৫৫ মিনিটে জেলার শিবালয় উপজেলার রুপসা গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি চার ছেলে ও তিন মেয়েসহ নাতি নাতনি, অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার সকাল ১০ টায় নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে। মায়ের মৃত্যুতে সাংবাদিক আবুল কালাম আজাদ সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এদিকে সাংবাদিকের মায়ের মৃত্যুতে মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box
ভাগ