কড়চা রিপোর্টঃ রাজধানীর হলি আর্টিজনে জঙ্গি হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সহকারি কমিশনার (এসি) রবিউল করিমের ৪র্থ শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে নিহত রবিউলের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম ও জেলা পুলিশ লাইনের মূল ফটকের সামনে তার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং তার আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। পরে তার হাতে গড়া বিশেষায়িত স্কুলের শিক্ষার্থীদের পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা পি.পি. এম, কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, ব্লুমস এর সভাপতি জি আর শওকত আলী, নিহত রবিউলের ছোট ভাই ব্লুমস এর সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামসসহ পরিবারের সদস্যগণ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
প্রসংগত, ২০১৬ সালের পয়লা জুলাই গুলশানের হোলি আর্টিজন বেকারিতে জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ ২২ জন নিহত হন।