মানিকগঞ্জে করোনার ভ্যাকসিন পৌছেছে

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত এই কোভিশিল্ড নামের টিকা তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট

কড়চা রিপোর্টঃ মহামারী করোনা ভাইরাসের ৪৮ হাজার ভ্যাকসিনের ডোজ মানিকগঞ্জে পৌছেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে মানিকগঞ্জর সিভিল সার্জন ডাক্তার মো.আনোয়ারুল আমিন আখন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, শুক্রবার সকালে বেক্সিকো ফার্মা গ্রুপের বিশেষ ব্যবস্থায় ভ্যাকসিনবাহী গাড়িতে করোনা ভাইরাসের এই ভ্যাকসিন মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছায়। পরে সেগুলোকে সিভিল সার্জন কার্যালয়ের ফ্রিজের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাজ শেষে আগামী ৭ ফেব্রয়ারিতে মানিকগঞ্জ সদর হাসপাতাল, কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালসহ শুধুমাত্র মানিকগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস ছাড়া বাকি ৬ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে এই ভ্যাকসিন দেওয়া হবে।

তিনি আরও জানান, ইতিমধ্যে প্রতিটি হাসপাতাল ও পরিবার পরিকল্পনা অফিসে রোগীদের ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি চলছে এবং আগামী ৭ ফেব্রুয়ারির আগে ভ্যাকসিন দেওয়ার যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন বলেও আশাবাদী তিনি।

কড়চা/ বি সি

Facebook Comments Box
ভাগ