মানিকগঞ্জে করোনা সংক্রমণ বেড়েই চলছে, নতুন শনাক্ত ২৫

ছবি সংগৃহীত

কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জে কোভিট-১৯ রোগের প্রাদুর্ভাব থামছেই না। জেলায় নতুন করে ২৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারোল আমিন আখন্দ এ তথ্য জানিয়েছেন।

এ নিয়ে এ জেলায় মোট ৮০৯ জনের শরীরে শনাক্ত হলো এ ভাইরাস। জেলায় এ পর্যন্ত মোট মারা গেছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৬৩৯ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য থেকে জানা গেছে, বর্তমানে ১৭০ জন কোভিট-১৯ রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ১৫ জন জেলা সদর হাসপাতালে, ১ জন দৌলতপুর হাসপাতালে এবং ২ জন ঘিওর হাসপাতালে আইসোলেশনে আছেন। ১৫৭ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন।

এখন পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ১৬ জন।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, সিংগাইর উপজেলায় তিন জন, শিবালয়ে এক জন, ঘিওর উপজেলায় দুই জন, সাটুরিয়া উপজেলায় দুই জন এবং দৌলতপুর উপজেলায় তিন জন রয়েছেন।

Facebook Comments Box
ভাগ