মানিকগঞ্জে কালীগঙ্গা নদী ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পের উদ্বোধন

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে কালীগঙ্গা নদীর ভাঙনরোধে নদী শাসন কার্যক্রম হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড।সোমবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছ বারইল পর্যন্ত এক কিলোমিটার এলাকায় নদী শাসন কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন।
নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী সুহাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নদী শাসন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন, নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাঈদ হাসান চৌধুরী হিরো, দিঘি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ওহাব এবং সদর উপজেলা যুবমহিলা লীগের আহ্বায়ক হাসিনা মম সুমি।
পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পাছ বারইল বটতলা হতে দিঘুলীয়া পর্যন্ত জিও ব্যাগের মাধ্যমে এক কিলোমিটার এলাকায় নদী শাসন কাজ বাস্তবায়নে ব্যয় হবে ২৭ কোটি টাকা। একইভাবে পর্যায়ক্রমে ২৭টি এলাকায় নদী শাসন কাজ বাস্তবায়ন হবে।
প্রসংগত, বিগত সময়ে নদীভাঙনের স্বীকার হয়েছেন ওই এলাকার শত শত নদীপাড়ের মানুষ। এসব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
কড়চা/ জেড এ বি
Facebook Comments Box
ভাগ