কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে কুকুরে কামড়ানো গাভীর মাংস বিক্রয়ের চেষ্টায় মাংস ব্যবসায়ী ও গরুর বেপারীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
বুধবার (১২ জুলাই) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযুক্তরা হলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাংস ব্যবসায়ী মো. সাগর আলী ও ঘিওর উপজেলার কলতা এলাকার গরু বেপারী সাগর মিয়া।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, মানিকগঞ্জের ঘিওরে কুকুরে কামড়ানো ৬ মাসের অসুস্থ গর্ভবতী গাভীকে জবাই করে মাংস বিক্রয়ের জন্য মানিকগঞ্জ বাসস্ট্যন্ডের কসাই পট্টিতে নেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে জেলার বিভিন্ন জায়গায় রাতভর অভিযান চালানো হয়। পরে বুধবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কসাই পট্টির ব্যবসায়ী সাগর আলীর বাড়ি থেকে কুকুরে কামড়ানো গরুর মাংস উদ্ধার করা হয়। অপরাধ স্বীকার করায় মাংস ব্যবসায়ী সাগর আলীকে ১ লাখ টাকা ও গরুর বেপারী সাগর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, গরুর বেপারী অতি লোভের আশায় মাংস ব্যবসায়ী সাগর আলীর কাছে ৫৫ হাজার টাকায় গরু বিক্রয় করেন। জরিমানা শেষে কুকুরে কামড়ানো গরুর মাংস মাটিতে পুতে ফেলা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলে মুচলেকা নেওয়া হয়েছে। অভিযানে সদর উপজেলা পাণিসম্পদ কর্মকর্তা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাবের সদস্য ও সদর থানা পুলিশ সহযোগিতা করে।
কড়চা/ এ এইচ