মানিকগঞ্জে কোয়াবের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ

কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এর উদ্যোগে করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বেলা বারোটায় স্থানীয় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে কোয়াবের সহায়তায় ক্ষতিগ্রস্ত খেলোয়ার, আম্পায়ারসহ ক্রিকেটের সাথে সম্পৃক্ত ও স্থানীয় ক্ষতিগ্রস্ত ৩ শত পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা দেয়া হয়।

কোয়াবের কেন্দ্রীয় সভাপতি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমুর রহমান দুর্জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসহায়তা কার্যক্রম উদ্বোধন করেন। কোয়াবের মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোঘের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএস ফেরদৌস, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, কোয়াবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দেবব্রত পাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, কোয়াবের জেলার সাধারণ সম্পাদক মাসুদ রায়হান প্রমুখ।

Facebook Comments Box
ভাগ