মানিকগঞ্জে খেলাঘর আসরের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত

কড়চা রিপোর্টঃ জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর মানিকগঞ্জ জেলা আসরের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১আগস্ট) সকাল ১০ টায় মানিকগঞ্জ শহরে সিপিবি জেলা কমিটির সভাপতি প্রফেসর আবুল ইসলাম সিকদার এর বাসভবনে এক কর্মীসভার মধ্যদিয়ে প্রভাষক আব্দুল ওয়হেদকে আহ্বায়ক, আব্দুল হালিম ও আল্পনা সরকারকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট এ প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সেসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র কেন্দ্রীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আজহারুল ইসলাম আরজু, জেলা সিপিবি’র সভাপতি প্রফেসর আবুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কেন্দ্রীয় খেলাঘর সদস্য আরশেদ আলী, জেলা আসরের সম্পাদক মণ্ডলীর সদস্য মো. ফারুক, সিন্টু মিয়া, কায়সার আহমেদ ও মিতু সূত্রধর প্রমুখ।

আব্দুল ওয়হেদ জানান, খেলাঘর মানিকগঞ্জ জেলা আসরের যেসব শাখা আসর রয়েছে, সেবস শাখাগুলো সেপ্টেম্বর মাসের মধ্যে পুনর্গঠন বা সম্মেলন শেষ করে, তারপর আমরা জেলা সম্মেলনের তারিখ নির্ধারণ করবো। করোনা পরিস্থিতে স্বাস্থ্যবিধি মেনেই আমাদের এই কার্যক্রম পালিত হবে।

কড়চা/ এম.আর.এল

Facebook Comments Box
ভাগ