মানিকগঞ্জে চালকদের সচেতনতায় সেমিনার

কড়চা রিপোর্ট : মোটরযান চালকদের ট্রাফিক আইন ও করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে জেলা প্রশসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা প্রকৌশলী মো.মিজানুর রহমান, উপজেলা ডেভলপমেন্ট কর্মকর্তা মো.মশিউর রহমান ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো.জাহিদুল ইসলাম জাহিদসহ পরিবহনের চালক ও মালিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, অসাবধানতার জন্য অধিকাংশক দুর্ঘটনা ঘটে এবং সড়ক দুর্ঘটনায় মারা যান। তাই ট্রাফিক আইন ও নিরাপদ সড়কের আইন মেনে সকলে গাড়ি চালাবেন। সেই সাথে অবশ্যই যাত্রী পরিবহনের সময় স্বাস্থ্যবিধি মানতে হবে।

কড়চা/ এ এ

Facebook Comments Box
ভাগ