মানিকগঞ্জে ড্রামট্রাক চাপায় এক ব্যক্তি নিহত

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ সদরে ড্রামট্রাক চাপায় আলিম খান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার উঁচুটিয়া জেলখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হিমাংস সাহা নামের অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

নিহত আলিম খান ঘিওর উপজেলার জাবরা এলাকায় মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ঢাকার উদ্দেশ্যে সদর উপজেলার বৈতরা এলাকার শ্বশুরবাড়ি থেকে রিকশা নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ফিরছিলেন আলিম। কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কের উঁচুটিয়া এলাকার জেলখানার সামনে পৌঁছালে পিছন থেকে একটি ড্রামট্রাক তাদের চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা এসে আহত রিকশা চালক হিমাংস সাহাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পর ড্রামট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কড়চা/ এ এ

Facebook Comments Box
ভাগ