কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জ জেলায় নতুন করে ১৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার রাতে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে এ জেলায় মোট ৮৬২ জনের শরীরে শনাক্ত হলো এ ভাইরাস। জেলায় এ পর্যন্ত মোট মারা গেছেন ১২ জন। সুস্থ হয়েছেন ৭২৫ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য থেকে জানা গেছে, বর্তমানে ১৩৭ জন কোভিট-১৯ রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ১৮ জন জেলা সদর হাসপাতালে আইসোলেশনে আছেন। ১১৯ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন।
এখন পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ১৫ জন।
জেলা থেকে এ পর্যন্ত ৭ হাজার ৩৪৬ জনের কোভিট-১৯ টেস্ট সম্পন্ন হয়। এর মধ্যে ৮৬২ জনের পজেটিভ রিপোর্ট আসে।
Facebook Comments Box