মানিকগঞ্জে থামছেই না করোনাভাইরাস সংক্রমণ, নতুন আক্রান্ত ১৮

ছবি সংগৃহীত

কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জ জেলায় নতুন করে ১৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার রাতে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

এ নিয়ে এ জেলায় মোট ৮৬২ জনের শরীরে শনাক্ত হলো এ ভাইরাস। জেলায় এ পর্যন্ত মোট মারা গেছেন ১২ জন। সুস্থ হয়েছেন ৭২৫ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য থেকে জানা গেছে, বর্তমানে ১৩৭ জন কোভিট-১৯ রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ১৮ জন জেলা সদর হাসপাতালে আইসোলেশনে আছেন। ১১৯ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন।

এখন পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ১৫ জন।

জেলা থেকে এ পর্যন্ত ৭ হাজার ৩৪৬ জনের কোভিট-১৯ টেস্ট সম্পন্ন হয়। এর মধ্যে ৮৬২ জনের পজেটিভ রিপোর্ট আসে।

Facebook Comments Box
ভাগ