মানিকগঞ্জে নকল পণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকারের জরিমানা

কড়চা রিপোর্ট : গায়ের রঙ ফর্সা করার নামে নকল জুস ও প্রসাধনী বিক্রির অভিযোগে মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর বাজারে একটি কসমেটিকস দোকানে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২ জুলাই) দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের ‘জিসান কসমেটিকস’ দোকানে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা। এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং মানিকগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

ভুক্তভোগী এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দোকান থেকে নকল সিরাম, সানস্ক্রিন, নাইট ক্রিম, সুটিং জেল ও রঙ ফর্সাকারী জুস জব্দ করা হয়। দোকান মালিক এসব পণ্যের বৈধ আমদানির কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। তিনি ফেসবুক ও অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে এসব পণ্যকে থাই ও কোরিয়ান বলে প্রচার করে বিক্রি করতেন।

২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত নকল পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।

সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা বলেন, ভোক্তাদের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

কড়চা/ এ এইচ

Facebook Comments Box