কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ সদরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২শ’ পিচ ইয়াবা ট্যাবলেট, দশ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়ের ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
সদর উপজেলার জয়রা ও শহরের গালর্স স্কুল রোড় এলাকা থেকে রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শিবালয় উপজেলার জমদুয়ারার ইন্না শেখ (৩৩), ঘিওর উপজেলার বৈখন্ডপুরের পরান খাঁন (৩৬) এবং সিংগাইর উপজেলার আঙ্গারিয়ার জয় মিয়া (২৫), আজিমপুরের মিজানুর রহমান মীর (৪৩) ও গোবিন্দলের দেলোয়ার হোসেন (২৮)।
জেলা গেয়োন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জয়রা এলাকার একটি কক্ষ থেকে এবং শহরের গালর্স স্কুল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের টাকা সহ ১ লক্ষ তেষট্টি হাজার টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সদর ও সিংগাইর থানায় মাদক আইনে মামলার হয়েছে।
কড়চা/ এ এ