মানিকগঞ্জে পৃথক যৌতুক মামলায় তিনজনের কারাদন্ড

http://www.dreamstime.com/royalty-free-stock-photo-sunshine-shining-prison-cell-window-old-jail-interior-barred-up-light-rays-penetrating-reflecting-image34568945

কড়চা ডেস্ক : মানিকগঞ্জে পৃথক দুু’টি যৌতুক ও নারী নিযার্তন মামলায় তিনজনের কারাদন্ড ও অর্থদন্ড হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) মানিকগঞ্জ নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামিদের অনুপস্থিতিতে রায় দু ‘টি রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামের জব্বার আলী ও তার স্ত্রী শিল্পী খাতুন এবং সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের লুৎফর রহমান।

নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌসুলি একেএম নুরুল হুদা রুবেল জানান, দন্ডপ্রাপ্ত আসামি জব্বার আলীর সাথে ২০১১ সালে দৌলতপুর উপজেলার জিয়নপুর গ্রামের পবন ঢালির মেয়ে লিপি বেগমের বিয়ে হয়। বিয়ের পর ১ লক্ষ টাকা যৌতুকের জন্য লিপিকে তার স্বামী জব্বার ও তার সতিন শারীরিক ভাবে নিযার্তন করে। পরে লিপি বেগম বাদি হয়ে ২০১৬ সালে মামলা করেন। ওই মামলায় আদালতে দোষী প্রমাণিত হওয়ায় বিচারক আসামি জব্বার আলীকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড প্রদান করেন। অপর আসামী লিল্পী খাতুনকে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করেন।

অপর মামলায় সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের এক সন্তানের জননী চয়না বেগম তার স্বামী একই উপজেলার হরগজ গ্রামের লুৎফর রহমানের বিরুদ্ধে ৫০ হাজার টাকা যৌতুকের দাবি ও নিযার্তনের অভিযোগে মামলা করেন। ওই মামলায় আদালতে দোষী প্রমাণিত হওয়ার আসামি লুৎফর রহমানকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড প্রদান করেন।

কড়চা/ বি সি

Facebook Comments Box
ভাগ