মানিকগঞ্জে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চেক পেলেন সাংবাদিকরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত করোনা পরিস্থিতিতে মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকদের সহায়তার চেক বিতরণ করছেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস

কড়চা রিপোর্টঃ করোনা পরিস্থিতিতে সারা দেশের মত মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকরাও পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত সহায়তা চেক। বুধবার (৫ আগস্ট) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকদের মধ্য ৩১ জনের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সারা দেশে কর্মরত সাংবাদিকদের প্রদান করা হয় প্রধানমন্ত্রীর সহায়তা চেক।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। এছাড়া বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।

Facebook Comments Box
ভাগ