মানিকগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

কড়চা রিপোর্ট : আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালামের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নীনা রহমান, সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যার্টাজি, জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল, সাধারণ সম্পাদক আবদুলাহ আল মামুন প্রমুখ বক্তব্য দেন।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ