মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

কড়চা রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন মানিকগঞ্জে বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন।

এর আগে জেলা শহরের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদি-দৌলা, লেফটেন্যান্ট কর্নেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরী, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ উদ্দিন, পৌর মেয়র মো. রমজান আলী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা।

বিকেল চারটার দিকে শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম থেকে বিভিন্ন শ্রেণি ও পেশার সাড়ে তিনশ মানুষ এই প্রতিযোগিতায় অংশ নেন। জেলা শহরের অভ্যন্তরে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে স্টেডিয়ামে পৌঁছান অংশগ্রহণকারীরা।

প্রতিযোগিতায় সিংগাইর ডিগ্রী কলেজের শিক্ষার্থী অমিত হাসান প্রথম স্থান অধিকার করেন। এ ছাড়া জেলা পুলিশের সদস্য গোলাম রসুল দ্বিতীয় এবং ক্রীড়াবীদ মামুন হোসেন তৃতীয় হন। পরে পুরস্কার হিসেবে বিজয়ীদের ক্রেস্ট দেওয়া হয়।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ