মানিকগঞ্জে বেশি দামে পেঁয়াজ বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

মো.আজিজুল হাকিম : বাড়তি দামে পেঁয়াজ বিক্রির দায়ে মানিকগঞ্জে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ও ভাটবাউর এলাকার পাইকারি বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।

জরিমানার বিষয়ে আসাদুজ্জামান রুমেল জানান, বাড়তি দামে পেয়াজ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ও ভাটবাউর এলাকার পাইকারি আড়তে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়তি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ভাটবাউর পাইকারি আড়তের আশরাফ পেঁয়াজ ঘর ও সাইদ পেঁয়াজ ঘরকে দুই হাজার করে এবং মূল্য তালিকা না থাকায় মোহর ভান্ডারী পেঁয়াজ ঘরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, কেউ যাতে পেঁয়াজের দাম বৃদ্ধি করতে না পারে সেজন্য ভোক্তা অধিদপ্তর কাজ করছে।বর্তমান বাজারে ঝিটকার পেঁয়াজ ৮৫ টাকা, ফরিদপুর ও রাজবাড়ির পেঁয়াজ ৭৫ টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজ ৪০ টাকা পাইকারি দরে বিক্রি করার দাম নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসক এসএম ফেরদৌসের নির্দেশনায় এই অভিযান পরিচলনা করা হয়।

কড়চা/ এম এ এইচ

Facebook Comments Box
ভাগ