মানিকগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলাকারীর ফাঁসির দাবি

কড়চা রিপোর্ট : শিক্ষানবিশ আইনজীবী ও ব্যবসায়ী আব্দুল মালেকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারী আরিফুল ইসলাম খোকনের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় মানিকগঞ্জ শহরের স্বাধীনতা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করে বলেন, চাঁদাবাজিকে কেন্দ্র করে ব্যবসায়ী মালেককে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়। হামলাকারী খোকন একজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নানাভাবে সাধারণ মানুষকে হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছেন। বক্তারা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আহত মালেকের ভগ্নিপতি ও মামলার বাদী রাকিবুল ইসলাম রাকিব। এ সময় বক্তব্য রাখেন আহত মালেকের পিতা সাইজুদ্দিন, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আওলাদ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসিফুর রহমান খান রামিল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম খান সজীব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ বাবুসহ মালেকের স্বজন ও বন্ধুবর্গ।

কড়চা/এস এস

Facebook Comments Box