মানিকগঞ্জে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

কড়চা রিপোর্টঃ সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানিকগঞ্জে মামলার আবেদন করা হয়েছে। এছাড়া ভার্চুয়াল টকশোর উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দীন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর কোর্টের জেষ্ঠ বিচারক আব্দুর নূর এর আদালতে মামলার আবেদন করেন জেলা বিএনপি’র আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন।

মানিকগঞ্জ জজ কোর্টের মামলার আইনজীবী মো.মেজবাউল হক মেজবা বিষয়টি নিশ্চিত বলেন, মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে , আসামিরা স্বেচ্চায়, স্বজ্ঞানে এবং উদ্দেশ্যমূলকভাবে মিথ্য তথ্য ও বক্তব্য দিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের সম্পর্কে সামাজিক যোগযোগ মাধ্যমে কুরচিপূর্ণ, অশ্লীল মন্তব্য করেছেন যা জিয়া পরিবার ও সমগ্র নারী সমাজের জন্য মানহানিকর এবং অপমানজনক। একারণে চীফ জুডিসিয়াল ম্যাটিস্ট্রেট আদালতে বাদি মামলার আবেদন করেছেন। আদালত আবেদন আমলে নিয়েছে এবং এ ব্যাপারে পরে আদেশ দেবেন।

কড়চা/ এ এইচ

Facebook Comments Box
ভাগ