কড়চা রিপোর্ট : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানিকগঞ্জে শুরু হয়েছে দরিদ্র ও দুস্থ্য্ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম। শুক্রবার (৯ জুলাই) বেলা ১১ টায় মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে ২ হাজার ৪২৭ টি পরিবারে মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণের মধ্য দিয়ে জেলার ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল লতিফ।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন, জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল লতিফ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা দেশের দুস্থ্য অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদুল আজহা উপলক্ষে এই চাল বিতরণ শুরু হয়েছে। মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলার ৬৫ টি ইউনিয়নে মোট ১ লক্ষ ৮ হাজার ৩৩০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে এই চাল বিতরণ করা হবে। এছাড়া ঈদের আগে দুঃস্থ্যদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবেও খাদ্য সহায়তা দেয়ার প্রস্তুতি রয়েছে।
জেলা প্রশাসক বলেন, সারা দেশেই করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। মানিকগঞ্জেও গত এক সপ্তাহে বেশ সংক্রমণ বেড়েছে। সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে মাস্ক পড়তে হবে। শারিরীক দূরত্ব বজায় রেখে চলতে হবে। সকলের সচেতনতাই পারে করোনার সংক্রমণ রোধ করতে।
এছাড়া কারো খাদ্যের প্রয়োজন হলে ৩৩৩ নম্বরে কল করার জন্য আহ্বান জানান তিনি।
কড়চা/ বি সি