কড়চা রিপোর্ট : বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মানিকগঞ্জের শিবালয়ে দুস্থ-অসহায় মানুষের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর উদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন এর ব্যবস্থাপনায় ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, ১৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার মুহ:ওয়াদুদ উল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় তিনশত দুস্থ মানুষের মাঝে চাল,ডাল,তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সেই সাথে অসুস্থ ব্যক্তিদের মাঝে স্বাস্থ্য সেবাও প্রদান করা হয়।
কড়চা/ এস কে
Facebook Comments Box