মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কড়চা রিপোর্ট : বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী কালে দেশব্যাপী বিএনপি-জামাতের ধ্বংসাত্মক তান্ডবের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ১২ টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শহরে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহর প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা। এছাড়া বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা পরিষদের সদস্য আবুল বাশার, ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাদিকুল ইসলাম সোহা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল প্রমুখ।

কড়চা/ বি সি

Facebook Comments Box
ভাগ