মানিকগঞ্জে হেরোইনসহ ছয় মাদক কারবারি গ্রেপ্তার

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৫৭ গ্রাম হেরোইনসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে শনিবার মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় তিনটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (৯ এপ্রিল) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম।

গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকার মো. সালমান, মিতরা গ্রামের মো. রাজু, সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামের মো. কালাম, নয়াডাঙ্গী গ্রামের মো. কুদ্দুস বেপারী, গোবিন্দল গ্রামের মো. হারুন ও রায়দক্ষিন গ্রামের মো. চান মিয়া।

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার মানিকগঞ্জের সদর ও সিংগাইর উপজেলায় উপ-পরিদর্শক রিপন নাগ, নাজমুল আলম ও আসাদ মিয়া পৃথক তিনটি অভিযান চালান। অভিযানে ৫৭ গ্রাম হেরোইনসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতে মাদক আইনে ১৬টি মামলা চলমান রয়েছে। তারা জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রি করে আসছিলো। এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় মাদক আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কড়চা/ এ এল

Facebook Comments Box
ভাগ