মানিকগঞ্জে ১০০ প্রান্তিক কৃষক পেল বোরো ধানের চারা

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ১০০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বোরো ধানের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে হাইব্রিড বোরো ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দ্বারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার ১০০ কৃষকের মধ্যে প্রায় ৫০ একর জমির ওপর সম্পূর্ণ সরকারি অর্থায়নে বোরো ধানের চাষ সম্পন্ন করা হবে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ খামারবাড়ির উপপরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস। জেলা প্রশাসক এস এম ফেরদৌস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে চারাগুলো বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কৃষকরা।

উল্লেখ্য, এই ধানের বীজতলাগুলো তৈরি থেকে শুরু করে কাঙ্ক্ষিত ফসল ১০০ জন কৃষকের ঘরে পৌঁছে দেওয়ার সব খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হবে।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ