কড়চা রিপোর্ট : ২৪ ঘন্টায় মানিকগঞ্জে ৭৭৭ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৬৯ জনের। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২১ দশমিক ৭৫ শতাংশ। সোমবার (২৬ জুলাই) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন আক্রান্ত ১৬৯ জনের মধ্যে সিংগাইরে ৫১ জন, মানিকগঞ্জ সদরে ৩০ জন, সাটুরিয়ায় ২৫ জন, শিবালয়ে ২৫ জন, ঘিওরে ১৫ জন, হরিরামপুরে ১৩ জন এবং দৌলতপুর উপজেলায় রয়েছেন ১০ জন।
তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ২৮ হাজার ৭৫১ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ১৬৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৭৯১ জন। আক্রান্তরা হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৭৪ জন।
কড়চা/ জেড এ বি
Facebook Comments Box