মানিকগঞ্জ পৌরসভার ২২ টি সড়কের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

মানিকগঞ্জ পৌরসভার ২৮ কোটি টাকা ব্যয়ের ২২ টি সড়কের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

কড়চা রিপোর্টঃ ৬ মাস আগেও মানিকগঞ্জ পৌরসভার সকল রাস্তাঘাট ছিলো চলাচলের অযোগ্য। এক সাথে ২৮ কিলোমিটার সড়ক সংস্কার করায় এখন পৌর এলাকায় অধিকাংশ সড়কই চলাচলের যোগ্য হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ২৮ কোটি টাকা ব্যয়ে ২ টি প্যাকেজে পৌর এলাকার নতুন সড়কসহ সংস্কার হওয়া পুরাতন সড়ক উদ্বোধন করেন বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান।

পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি.এম.ডি.এফ এর প্রকৌশলী মো. কামরুজ্জামান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বেল্লাল হোসেন, কাউন্সিলর রতন মজুমদার, নাজমা আক্তার, মো. ছানোয়ার রহমান ও সালেহা হাবিব।

পৌরসভা প্রকৌশল অফিস জানায়, মিউনিসিপ্যাল গভর্ন্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্টের আওতায় পৌরসভায় ২২ টি সড়কে উন্নয়ন ও একটি কালভার্ট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। দুটি প্যাকেজে গত বছরের মার্চ মাসে কাজ শুরু হয়ে চলতি বছরের জুলাই মাসে কাজ সমাপ্ত হয়। বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) এবং মানিকগঞ্জ পৌরসভা আটাশ কোটি টাকা ব্যয়ে এ কাজ বাস্তবায়ন করে।

পৌরসভার বাসিন্দারা জানান, দীর্ঘ কয়েক বছর শহরের প্রধান প্রধান সড়কগুলো চলাচলের অনুপযোগী ছিল। সামান্য বৃষ্টি হলে কোন কোন এলাকায় পায়ে হেটেও চলাচল করা যেতো না। সড়কগুলো সংস্কারের ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি এসেছে।

পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, উপযোগী রাস্তা ঘাট দিয়ে চলাচল করা পৌরসভার নাগরিকদের অধিকার। আমরা চেষ্টা করেছি প্রধান প্রধান সড়কগুলো সংস্কার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে চলাচলের উপযোগী করার। এছাড়া আরো কিছু প্রকল্পের কাজ শেষ হলে পৌরবাসী উপকৃত হবে।

বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান পৌর এলাকার সড়কগুলো ঘুরে দেখেন। এসময় তিনি ভালোমানের কাজ হওয়ার পৌরসভাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে আগামীতে পৌর এলাকায় উন্নয়নের জন্য আরো প্রকল্প গ্রহণ করলে তাতে সহযোগিতা প্রদান করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
ভাগ