কড়চা রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মো: মাঈনুল ইসলাম খান নিখিলের আশু রোগমুক্তি কামনায় মানিকগঞ্জে কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে জেলা যুবলীগ।
সোমবার (২৫ জানুয়ারি) বাদ দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার রসাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান জনিসহ যুবলীগের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মো: মাঈনুল ইসলাম খান নিখিল দীর্ঘদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
কড়চা/ জেড এ বি