মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভাগীয় ব্যবস্থাপক শাহিনুর রহমান শাহিনের সঞ্চালণায় ও উপ-প্রধান নির্বাহী মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা।
এসময় অন্যান্যের মধ্যে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী মোঃ সিরাজুল ইসলাম, সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ.খ.ম নুরুল হক, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবুল কালাম আব্দুর রউফসহ প্রশিকার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপনায় সাটুরিয়া উপজেলার নয়জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে ছয়জনকে হুইল চেয়ার, তিনজনকে স্ক্রাচ, একজনকে সাদা ছড়ি এবং একটি স্কুলের জন্য পানির ফিল্টার বিতরণ করা হয়।