সিংগাইরে অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, উপজেলার সিংগাইর-গোবিন্দল-চারিগ্রাম সড়কের দশেরহাটি এলাকার করিমের বাড়ি সংলগ্ন ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০ টার দিকে রাস্তায় যাতায়াতকারী লোকজন ব্রীজের নিচ থেকে দূর্গন্ধ পায়। এ সময় তারা ব্রীজের নিচের দিকে লক্ষ্য করলে গলিত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে সিংগাইর থানার এসআই শাহজালাল বেলা ১১ টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এরপর দুপুরে লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন সিংগাইর সার্কেল এসপি মোঃ রেজাউল হক, ওসি সফিকুল ইসলাম মোল্লা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম।

এ ব্যাপারে সিংগার থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বলেন, লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত ছাড়া এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।

কড়চা/ এম বি

Facebook Comments Box
ভাগ