মাসুম বাদশাহঃ মানিকগঞ্জের সিংগাইরে টয়লেট থেকে পুকুরে পরে রোহিতন বেগম (৪৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মৃত রোহিতন উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ব বাস্তা গ্রামের মোঃ আহম্মদ আলীর স্ত্রী এবং ৩ সন্তানের জননী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার ( ২৩ আগস্ট ) ভোর ৫ টার দিকে স্বামীকে ঘুমে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পূর্ব পাশের সিমেন্টের রিং-স্লাব, টিন এবং কাঠের বেড়া দিয়ে তৈরি ঝুঁকিপূর্ণ টয়লেটে যায়। স্বামী আহম্মদ আলী ঘুম থেকে উঠে স্ত্রীকে খোঁজাখুঁজি করে না পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে টয়লেটের দিকে যেয়ে দেখেন দরজা আটকানো। এ সময় তাকে ডাকাডাকি করা হলেও কোন সাড়া মেলেনি। এরই মধ্যে তার চোখে পরে উত্তর দিকের বেড়া নিচের দিক থেকে ভাঙ্গা। এ সময় টয়লেটের পাশের নিচু পুকুরের পানিতে তার স্ত্রীর পড়নের কাপড়ের অংশবিশেষও ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর প্রতিবেশীরাসহ পানিতে খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় তার লাশটি উদ্ধার করেন। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করে কেউ বলতে পারেননি।
কড়চা/ এম বি