সিংগাইরে ডাকাতির ঘটনায় ৪ ডাকাতের আদালতে স্বীকারোক্তি

মাসুম বাদশাহঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বড় কালিয়াকৈর গ্রামে মোঃ দেলোয়ার হোসেন মাস্টারের বাড়িতে ২৪ জুন রাতে ডাকাতির ঘটনা ঘটে। এর পর থেকেই থানা পুলিশ ডাকাতদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালিয়ে আসছিলো।

গত ৯ জুলাই তথ্য প্রযুক্তি ব‍্যবহার করে এসআই আনোয়ার হোসেন বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল গ্রামের মৃত মাছেন আলীর পুত্র মোঃ ইদ্রিস আলী (৩১), বেতিলা চর গ্রামের মাতাব আলীর পুত্র মোহাম্মদ আলী (৩০), ধল্লা কাফাটিয়া গ্রামের নৈমুদ্দিনের পুত্র মোঃ শাহাজাহান বেপারী (৪৯) ও লেবু বাড়ি গ্রামের মোঃ রকমান আলীর পুত্র মোঃ সায়েদুর রহমান (২০)। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত দু’টি মোবাইল সেট, ১টি স্বর্নের কানের দুল ও দুই ভরি রুপার গহনা উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ জুলাই ) বিকেলে ডাকাত দলের সদস্যরা মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদের আদালতে ১৬৪ ধারায় ডাকাতির ঘটনায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় বলে এসআই আনোয়ার হোসেন নিশ্চিত করেন। পরে ম্যাজিস্ট্রেট তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কড়চা/ এম বি

Facebook Comments Box
ভাগ