সিংগাইরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেপ্তার

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির প্রস্তুতিকালে রিয়াজুল ইসলাম (৩২) নামে এক চিহ্নিত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আলমমারা ব্রীজের নিকট ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিয়াজুল ঢাকার নবাবগঞ্জ উপজেলার আটকাহনিয়া গ্রামের আনছের দেওয়ানের ছেলে।

সিংগাইর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে রিয়াজুলকে একটি রামদা ও লোহার পাইপসহ গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের অস্তিত্ব টের পেয়ে রিয়াজুলের ৪/৫ জন সহযোগী পালিয়ে যায়।

তিনি আরো জানান,  রিয়াজুলের নামে সিংগাইর ও নবাবগঞ্জ থানায় খুন, মাদকসহ ৭ টি মামলা রয়েছে।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ