সিংগাইরে নদী ভাঙন রক্ষার দাবিতে মানববন্ধন

????????????????????????????????????

কড়চা রিপোর্ট : নিকগঞ্জের সিংগাইরে নদী ভাঙনের কবল থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছে জামসা ইউনিয়নবাসী।

৪ অক্টোবর বেলা ১২ টার দিকে জামসা ইউনিয়নের দক্ষিণ মাটিকাটা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোসলেম মোল্লা, মাটিকাটা বাজার কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, ইউপি সদস্য জাফর আলী, আব্দুস সালাম ও রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কালীগঙ্গা নদীর ভাঙনে ইতিমধ্যে এই ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে হুমকির মুখে থাকা মাটিকাটা বাজার, পার্শবর্তী কয়েকটি স্থাপনা ও দু’টি মসজিদসহ বেশ কিছু বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাবে।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ