মাসুম বাদশাহ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভেজাল ও প্রতারণা রোধে বিভিন্ন হাট-বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। এ সময় ৩ টি ফার্মেসী ও ১ জন মুদি দোকানদারকে অর্থদণ্ড করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মূল্য টেম্পারীং, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারে ভাই ভাই ফার্মেসীকে ১০ হাজার টাকা, লক্ষ্মী ফার্মেসীকে ৭ হাজার টাকা ও রওশন মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় ও কসমেটিকসসহ অন্যান্য দ্রব্যসামগ্রী বিক্রির অপরাধে ঋষি পাড়ার রাজিব স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে এ অভিযানে দুধের বিশুদ্ধতা যাচাই ও ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্রও জব্দ করা হয়েছে ।
এ বিষয়ে অভিযান পরিচালনাকারী মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণ করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
কড়চা/ এম বি