মাসুম বাদশাহ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নে চাপরাইল গ্রামে সাইকেল চালাতে গিয়ে মাটিতে পড়ে গাছের ডালা মাথায় ঢুকে আলিফ নামের ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলিফ ওই গ্রামের সিংগাপুর প্রবাসি আলমাছ হোসেনের পুত্র ও স্থানীয় সামছুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৫ টার দিকে আলিফ বাড়ির সামনে রাস্তায় সাইকেল চালাতে গিয়ে রাস্তায় পরে থাকা কাটা গাছের ডালে ওপরে পড়ে যায়। এ সময় তার ডান কানের ওপরে মাথায় ডালা ঢুকে যায়। পরে তাকে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এদিকে পুত্রের মৃত্যুর সংবাদ পেয়ে বাবা আলমাছ সিংগাপুর থেকে বিমান যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরিবারে বইছে শোকের মাতম।
কড়চা/ এম বি