কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে সিংগাইর উপজেলায় দশ গ্রাম হেরোইনসহ এক নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার গেড়াদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক হামিদা আক্তার (২৫) গেড়াদিয়া গ্রামের মোন্নাফ শেখের স্ত্রী।
অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মোন্নাফ শেখ ও তার স্ত্রী হামিদা বেগম এলাকায় হেরোইনের ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মোন্নাফ কারাগারে রয়েছেন। তবে তার স্ত্রী মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। মঙ্গলবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গেড়াদিয়া গ্রামে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ি থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় ওই নারীকে আটক করা হয়। পরে তাকে সিঙ্গাইর থানায় সোপর্দ করা হয়।
সিঙ্গাইর থানার ওসি রকিবুজ্জামান বলেন, ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
কড়চা/ এস কে