সিংগাইরে ১শ’ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আটক

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের সিংগাইরে ১০০ পিস ইয়বাসহ মাদক সম্রাট শাহীনুরকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত শাহিনুর উপজেলার মেদুলিয়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। রোববার (১৪ মার্চ) তাকে আদালতে সোপর্দ করেছে সিংগাইর থানা পুলিশ। র‌্যাব-৪ মেদুলিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের পশ্চিম পাশের আম বাগান থেকে ১৩ মার্চ সকাল সাড়ে ১১ টার দিকে তাকে আটক করে থানায় সোপর্দ করে।

মাদক সম্রাট শাহীনুরকে আটকের নেতৃত্ব দেন র‌্যাব-৪ সিপিসি-২ নবীনগর এর মো: হাফিজুর রহমান। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে এ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত এবং দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ পথে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে আশপাশ এলাকায় বিক্রি করে বলে সে স্বীকার করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ আশরাফ কামাল জানান, আসামির বিরুদ্ধে সিংগাইর থানায় র‌্যাব-৪ সিপিসি-২ নবীনগর এর মো: হাফিজুর রহমান মামলা দায়ের করেন। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কড়চা/ বি সি

Facebook Comments Box
ভাগ