কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের সিংগাইরে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফের নাইতনপাড়ার মৃত মাহমুদ উল্লাহর ছেলে মো. সিয়াস উদ্দিন, একই উপজেলার লিংক রোড় এলাকার শামসুল আলমের ছেলে ওসমান সরোয়ার আলম এবং সিংগাইরের জয়মন্টপের চর দূর্গাপুরের হাতেম পালের ছেলে রমজান পাল।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কক্সবাজার থেকে মানিকগঞ্জের সিংগাইরের চর দূর্গাপুরে বড় একটি ইয়াবার চালান আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজারের গিয়াস উদ্দিন এবং ওসমান সরোয়ার আলমের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সিংগাইরের জয়মন্টপের চর দূর্গাপুর এলাকার রমজান পালের বাড়ি থেকে আরো ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তিনজনকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে নিয়ে আসা হয়।
আটককৃতদের নামে সিংগাইর থানায় মাদক মামলার প্রস্তুতি চলছে।
কড়চা/ এ এ