সিংগাইর জয়মন্টপ বাজারে কঠোর বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিলেন ওসি

মাসুম বাদশাহ : কঠোর লকডাউন ও বিধিনিষেধের ৮ ম দিনে বৃহস্পতিবার (৮ জুলাই) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ বাজার ব্যবসায়ীদের সরকার ঘোষিত লকডাউন মেনে চলার নির্দেশ দিলেন থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা ।

জয়মন্টপ ইউনিয়ন পরিষদে বাজার ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময়কালে এমন কঠোর নির্দেশ দেন ওসি। তিনি এর আগে ওই বাজারে অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করায় ১২ জনকে আটক করলেও পরে মুচলেকায় ছেড়ে দেন। প্রচুর লোক সমাগম হওয়ায় সকালের বাজার খোলা মাঠে স্থানান্তরের আহ্বান জানান তিনি। এ সময় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি পল্লী চিকিৎসক মোঃ রিয়াজুল হক, বাজার কমিটির সভাপতি আব্দুস সালামসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

এদিকে, লকডাউন কার্যকর করতে সিংগাইর উপজেলার প্রবেশ পথ হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা পুলিশ ফাঁড়ির সামনে চেক পোস্টে সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) রেজাউল হককে পুলিশ ফোর্স নিয়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে ।

কড়চা/ এম বি

Facebook Comments Box
ভাগ