হরিরামপুরে ভ্রাম্যমাণ আদালত, চার ব্যক্তিকে জরিমানা

কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জের হরিরামপুরে দুই ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন এই অভিযান পরিচালনা করেন।

বিল্লাল হোসেন জানান, উপজেলার বলড়া ইউনিয়নের নয়ারহাট বাজারে লাইসেন্স ব্যতীত ঔষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লোকনাথ মেডিকেল হলের মালিক শীতল চন্দ্র দাসকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখায় ন্যাশনাল মেডিকেল হলের মালিক আব্দুস সালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, মাস্ক না ব্যবহার করে স্বাস্থ্যবিধি লংঘন করায় প্রান্ত মেডিকেল হলের মালিক রফিকুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরির অপরাধে কান্ঠাপাড়া বাজারে হরিপদ ফার্নিচারকে ২ শত টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেছে হরিরামপুর থানা পুলিশ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
ভাগ