কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও যুবদলের তিন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকালে হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু বাদি হয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৪৮ জন নেতা কর্মীকে আসামি করে মামলা করেছেন।
আটককৃতরা হলেন, উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, বাল্লা ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহাম্মদ আসাদ মিয়া ও বাল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বোরহান খান।
এজহারপত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরন ঘটিয়ে হামলা চালিয়ে দলীয় কার্যালয় ভাঙচুর করে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা কর্মীদের হামলায় দলীয় কার্যালয়ের ভিতরে ও বাহিরে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু জানান, দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৪৮ জন নেতাকে আসামি করে মামলা করা হয়েছে। কারণ বিএনপি ছাড়া আওয়ামী লীগের অফিসে হামলা-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের সাহস আর কেউ পাবে না।
হরিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামীম খান জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের অফিস ভাঙচুর করে বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে। কারণ কয়েকদিন আগে থেকেই বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এলাকা ছাড়া। তারা হামলা ও ভাঙচুর করবে কিভাবে?
হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য জানান, আওয়ামী লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি মামলা হয়েছে। হামলা-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী বলেও তিনি জানান।
কড়চা/ এ এইচ